বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিকেয়ার চেয়ারপার্সন কামরুল হাসান কাজল। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এনজিও বি-কেয়ার এর চেয়ারম্যান মনোয়ার হোসেন এর পরিচালনায় “গ্রামীন দারিদ্র বিমোচন এবং সামাজিক সুরক্ষায় কৃষি” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে বক্তৃতা করেন ইউনিকেয়ার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন, রাহ সমাজ কল্যান যুব সংস্থার চেয়ারম্যান ছাদেকুর রহমান খান, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মাওলানা আব্দুল মুকিত, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, ইউডিসি বানিয়াচং উপজেলা সভাপতি আনছার আলী, টিসি বুলবুল ধর, আলা উদ্দিন প্রমুখ।
Leave a Reply