,

জেলা সিপিবি নেতা আনোয়ার আলী ও তাজিদ আলীর শোকসভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা কমরেড আনোয়ার আলী ও কমরেড তাজিদ আলীর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে আর.ডি হলে জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই উপস্থিত সকলে প্রয়াত কমরেডদ্বয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে শোক প্রস্তাব পাঠ করেন জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হোসেন খান। বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী, গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ুন খান, জেলা সিপিবি নেতা আজমান আহমেদ, আব্দুল হক মামুন, চুনারুঘাট উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বানিয়াচং উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিপিবি রিচি শাখার সাধারণ সম্পাদক মনজিল মিয়া, প্রবীণ সিপিবি নেতা মকছুদ আলী, নারী নেত্রী আছমা খানম হ্যাপী, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সংসদের সভাপতি মাহমুদা খাঁ এবং জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উদীচীর সহ-সভাপতি ও দৈনিক স্বদেশ বার্তা’র নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, সিপিবি নেতা রহিম উল্লা, গাজিউর রহমান, জিতু মিয়া, সামছুল হক রুকু, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি দেবেশ ঋষি, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ, সিপিবি বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার গ্র“পের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম সেলিম প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.