,

বাহুবলে নিরীহ হিন্দু ব্যক্তির জমি উদ্ধার করে দিলেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের নিরীহ হিন্দু ব্যক্তির জবরদখলতৃত জমি উদ্ধার করে দিলেন এলাকাবাসী। গতকাল শনিবার পূর্ব নির্ধারিত তারিখ মতে ডুবাঐ মদীনাতুল উলুম মাদ্রাসায় এলাকাবাসীর এক বৈঠকের সিদ্ধান্তক্রমে ওই জমি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে নিরীহ ডাঃ নিলু রায় ও রমেন্দ্রলাল রায়ের ৫ একর ২২ শতক বিভিন্ন শ্রেণির জমি জবর দখল করে ভোগ করে আসছিলেন একই গ্রামের আফতাব মিয়া ও তার পুত্র সাবেক সেনা সদস্য টেনু মিয়া। এর আগে তারা সহ আরো কয়েক ব্যক্তি মিলে মাদ্রাসার আড়াই একর জমি দখল করে নিলে এলাকাবাসী ফুসে উঠে। এ নিয়ে রক্তপাতও হয়। পরে এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দাগণ মিলে তাদের কবল থেকে মাদ্রাসার জমিগুলো উদ্ধার করে দেন। ওইদিনের বৈঠকের সিদ্ধান্তক্রমে রমেন্দ্রলাল রায়ের জমিগুলোও উদ্ধার করে দেয়ার সিদ্ধান্ত হয়। ফলে পূর্ব নির্ধারিত তারিখ মতে বৈঠকে বিস্তারিত আলোচনাক্রমে রমেন্দ্রলাল রায়ের ৪৫ শতক জমি নিষ্কন্ঠক বলে উদ্ধার করে রমেন্দ্রলালকে বুঝিয়ে দেয়া হয়। অবশিষ্ট নিলু রায়ের ৪ একর ৭৭শতক জমি কাগজপত্র দেখে আগামী ২৪ অক্টোবর পরবর্তী বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, ফরিদ তালুকদার, আব্দুল হাই কয়েকশ মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.