,

হবিগঞ্জ নম্বরবিহীন টমটমের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ : অর্ধ শতাধিক টমটম আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে নম্বরবিহীন টমটমের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। তবে চালকদের অভিযোগ নম্বর নিয়ে বাণিজ্য শুরু হয়েছে। গতকাল রবিবার পৌরসভার নির্দেশে সদর থানা পুলিশ অর্ধ শতাধিক টমটম আটক করে। চালকরা জানায়, একই নম্বরে একাধিক টমটম চালানো হচ্ছে। এতে করে সমস্যায় পড়ছে তারা। যে টমটমগুলো অকেজো হয়ে গেছে সেগুলোর নম্বর প্লেট ৫ থেকে শুরু করে ২০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার তালিকায় বৈধ/অবৈধ হাজারেরও বেশি টমটম রয়েছে। এদের বেশীরভাগেরই নম্বর প্লেট নেই। অনেকেই প্রভাব খাটিয়ে শহরের উপর দিয়ে টমটম চালাচ্ছে। এব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুজায় যানজট রুখতে জেলা প্রশাসনের নির্দেশে টমটম আটক করা হচ্ছে। পুজা শেষে যাচাই-বাছাই করে ছেড়ে দেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.