স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জানা যায় ওই গ্রামের কবির মিয়ার সাথে তাহির মিয়ার জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সোহেল (২৮), মঞ্জিল মিয়া (২৫), কবির মিয়া (২৮), আমির হামজা (১৮), অকিল মিয়া (১৭), মাসুদ মিয়া (৩৫), আল আমিন (৩০), ফারছু মিয়া (২৮), তাহির মিয়া (৩২), সহিদ (৩৮) ও মোতাব্বির (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply