,

হবিগঞ্জ শহরের এপ্যালো ডায়গনষ্টিক সেন্টারে পার্টনারশীপ নিয়ে দুই দলের সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের শায়েস্থানগর এলাকায় এপ্যালো ডায়গনষ্টিক সেন্টারে পার্টনারশীপ নিয়ে দুই দলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পুলিশ আহত ১ জনকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ডায়গনষ্টিক সেন্টারের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করা হয়। জানা যায়, এপ্যালো ডায়গনষ্টিক সেন্টারের সাবেক এমডি আব্দুর রহমান খোকনের সাথে বর্তমান এমডির লোক অজিত দেবের সাথে পার্টনারশীপ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল ওই সময় উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এসময় ৫ জন আহত হয়। খবর পেয়ে সদর থানার এসআই রাসেলসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মতুরাপুর গ্রামের শরীফ উদ্দিনের পুত্র সাবেক এমডি খোকন (৩৫) কে আহত অবস্থায় আটক করে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। আহত অবস্থায় লিটন (৩৩) ও রুবেল (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত খোকন জানায়, অজিত দেব শহরের ঘোষপাড়া এলাকার অতুল দেবের পুত্র। স্থানীয় হওয়ায় লোকজনকে নিয়ে ওই সময় তার উপর চড়াও হয়। ঘটনার পর থেকে এপ্যালো ডায়গনষ্টিক সেন্টারটি বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো অবৈধ ডায়গনষ্টিক সেন্টার গড়ে উঠেছে। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে গলাকাটা ফি আদায় করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.