,

নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক প্রবাসী গুনীজনদের সংবর্ধনা

এমদাদুল হক ॥ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক প্রবাসী গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক মুহাম্মদ আনোয়ার আলী ও অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মনছুর আহমদ আতিক, সভাপতি স্কুল উন্নয়নের জন্যে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন ও স্কুলের লেখাপড়ার খোজ খবরসহ শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের জন্যে তাদের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহবান জানান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহ্ নজরুল ইসলাম আমিন, প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, এই স্কুলের বিজ্ঞান শাখার জন্যে একটি ভবণ নির্মানের আশ্বাস দেন এবং বর্তমানে তিনটি কম্পিউটার দেয়ার অঙ্গিকার করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ্ মোতাহির আলী, সামছুল ইসলাম সুহেল, নিজেস্ব পান্ড হতে শাহ মুতাহির আলী ও সামছুল ইসলাম সুহেল অত্র স্কুলের উন্নয়নের জন্য ১ লক্ষ টাকার অনুদান দেন, এছাড়া বক্তব্য রাখেন মিলিনিয়াম টি.ভি’র স্টাফ রিপোর্টার এমদাদুল হক, মোহাম্মদ বজলুর রহমান, পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলতাফ আলী, প্রধান শিক্ষক রেজাউল করিম চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক বদরুজ্জামান, অসীম কুমার, নাজনিন সুলতানা সুকমনি পাল, শিউলী আক্তার, শিখা দাশ, অলক দাশ, লিপি বেগম, আয়মনা আক্তার, নিলমনি দেব, সুহেলা আক্তার, মানিক মিয়া তালুকদার, নিপেন্দ্র সুত্রধর, এছাড়াও এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম রব্বানী, মাওঃ তাজ উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য সাজ্জাদুর রহমান ও সুনীতি রানী ঘোপ প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.