,

চালককে খুন করে ছিনতাই করে নিয়ে যাওয়া মাইক্রোবাস রূপগঞ্জ থেকে উদ্ধার

আব্দুল হামিদ ॥ চালককে খুন করে ছিনতাই করে নিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করেছে ডিবি পুলিশ। গত রবিবার গভীর রাতে নারায়নগঞ্জ-এর ভুলতা ফাড়ির পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ ডিবি পুলিশ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে ওই ছিনতাইকৃত মাইক্রোবাসটি উদ্ধার করে। ডিবি পুুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সিলেটের গোয়ালাবাজার থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বিশ্বজিত দাস বিশু (২৫) এর সাদা রং এর নোহা মাইক্রোবাসটি (ঢ-১১-০৭২১) ভাড়া নিয়ে যায় অজ্ঞাত কয়েক জন। পরে গত ৬ এপ্রিল শায়েস্তাগঞ্জের দেউন্দি চা-বাগান রাস্তার মহাসড়কের পাশে থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। সে সিলেটের বালাগঞ্জ থানার নবীনগর এলাকার মন্টু দাসের ছেলে। পরে ৭ এপ্রিল নিহতের পিতা বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ৩ মাসে মামলার অতিবাহিত হলেও মামলার কোন অগ্রগতি না হওয়ায় গত ২৭ জুলাই এই মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। মামলাটি ডিবির এস আই মো. আব্দুল করিমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে সিলেট-ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালানো হয়। অতপর গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.