,

“নবীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধু সাবানাকে নির্যাতন ॥ আদালতে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩০ অক্টোবর শুক্রবার দৈনিক বিজয়ের প্রতিধ্বনি, দৈনিক হবিগঞ্জের সময়, দৈনিক হবিগঞ্জ সমাচার, দৈনিক হবিগঞ্জের জননী. দৈনিক বিবিয়ানা সহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় “নবীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধু সবানাকে নির্যাতন” স্বামী দেবরসহ ৪জনের বিরুদ্ধে আদালতে মামলা” ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্ঠিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাদেরকে জড়িয়ে যে তথ্য পরিবেশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ও মানহানীকর। প্রকৃত ঘটনা হলো প্রায় ৩ বছর পুর্বে গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের মানবপাচারকারী শফিক মিয়ার কন্যা সাবানা বেগমের সাতে আমার ভাই জসীম আহমেদ শিবলুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমরা জানতে পারি যে সাবানা বেগম পরকীয়া প্রেমে আসক্ত। বিষয়টি নিয়ে আমাদের পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্ঠা করে। এবিষয়কে কেন্দ্র করে সে আমাদের পরিবারের লোকজনের মধ্যে কলহ সৃষ্ঠির চেষ্ঠা করতে থাকে। এক পর্যায়ে সুচতুর সাবনা আমার ভাই জসীম আহমেদ শিবলুকে তার বশে নেওয়ার চেষ্ঠা চালায়। প্রায় এক বছর পুর্বে পরিবারের সকলের অগোচরে সাবানা বেগম ১২ ভড়ি স্বর্ণ ও ১০ লাখ টাকা নিয়ে পিত্রালয়ে পালিয়ে যায়। এবিষয়টি আমরা স্থানীয় মুরুব্বীয়ান সহ গন্যামান্য ব্যক্তিবর্গকে অবগত করি। আমাদের গ্রামের সালিশানগণ বিষয়টি মীমাংশার জন্য গৃহবধু সাবানার বাড়ীতে যান। কিন্তু সাবানার পরিবারের লোকজন বিষয়টি এড়িয়ে যায়। পরে আমাদের গ্রামের সালিশানগণ ওই গ্রামের মুরব্বীয়ান ও গন্যমান্য ব্যক্তিবর্গদের বিষয়টি অবহিত করেন। উভয় গ্রামের সালিশানগণ বিষয়টি মীমাংশার জন্য একাধিকবার সালিশ বৈঠকের ব্যবস্থা করলেও সুচতুর সাবানা ও তার পরিবারের লোকজন বিষয়টি এড়িয়ে যায়। পরে এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সুচতুর সাবনা কৌশলের আশ্রয় নিয়ে আমি এবং আমার ভাইসহ আমাদের পরিবারের লোকজনকে আসামী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। আমার পিতা অত্র এলাকার একজন গন্যমান্য ব্যক্তি। তিনি রুকনপুর প্রাইমারী স্কুলে দাতা সদস্য। অত্র গ্রামে আমাদের পরিবারের সুনাম ও ঐহিত্য রয়েছে। আমাদের পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে তারা পত্রিকায় এরকম সংবাদ পরিবেশন করিয়েছে। তাই সংগত কারনে আমি উক্ত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ও মানহানীকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী-
শাহজাহান আহমেদ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.