,

যুব সমাজকে পরিকল্পিতভাবে কাজের লাগাতে পারলে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ দেশ…..এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশের মোট জনসংখ্যার অধিকাংশ যুবসমাজ। এদেরকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ দেশে। বেকারত্ব হূাসের পাশাপাশি অধিক হারে কর্মসংস্থান সৃষ্টির জন্য যুব সমাজকে তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের পথ তৈরী করতে হবে। তিনি গতকাল রবিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর গতকাল আয়োজন করে যুব ঋণের চেক, সনদপত্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার যুববান্ধব। ইতোমধ্যে সারাদেশে ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে বর্তমান যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। হবিগঞ্জের একজন যুবক-যুবতি যেনও কর্মহীন না থাকে সেজন্য সাধ্যমতো চেষ্টা করে যাবো। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবদুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ৩ জনকে যুব ঋণের চেক তুলে দেন। এছাড়াও যুব কল্যাণ তহবিল থেকে একটি যুব সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়। হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত জেলায় ১১ কোটি ৪৫ লাখ টাকার ঋণ বিতরণ করেছে এবং প্রায় ৫ হাজার যুবক ও যুবতি মৎস্য, পশু পালন, হাঁস-মুরগি পালন এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে এ টাকা বিনিয়োগ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.