,

বানিয়াচঙ্গ আদাউড়া স্কুলের সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ নভেম্বর বেলা ২টায় শরীফ উদ্দিন রোডস্থ আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান শিক্ষক উত্তম কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শান্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল হক রুবেল, সহকারী শিক্ষক বিভা চন্দ রায়, নাজিরা আক্তার, লুৎফা আক্তার প্রমূখ। সভা শেষে সংবর্ধিত পরীক্ষার্থীদের ব্যবহার্য উপকরন উপহার দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.