স্টাফ রিপোর্টার ॥ পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল রবিন (৭) নামের এক শিশু। গতকাল শনিবার বিকালে ধুলিয়াখাল এলাকা থেকে যুবদল নেতা ইউনুস মিয়া তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশের জিম্মায় দেন। উদ্ধারকৃত শিশু রবিন জানায়, তার পিতার নাম হেলাল উদ্দিন, বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আটশি গ্রামে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। সম্প্রতি গাজিপুর জেলার টঙ্গীতে বসবাস কারী সিআইডি ইন্সপেক্টর শাহ আলম তার খালু। কয়েকদিন আগে সেখানে সে বেড়াতে যায়। গত শুক্রবার সকালে বাসা থেকে বের হলে অপরিচিত দুই জন লোক তাকে জুস খেতে দেয়। এসময় সে না করে। এরপরও তারা তাকে জোর করলে রবিন জুস খায়। এরপর কি হয়েছে সে বলতে পারে না। জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় একটি সিএনজিতে ঘুমিয়ে রয়েছে। সিএনজি থেকে নেমে চলে আসে এবং হাটতে থাকে। গতকাল ওই সময় ধুলিয়াখাল পয়েন্টে স্থানীয় লোকজন তাকে দেখে জিজ্ঞাসাবাদ করে। কিছু বলতে না পারায় যুবদল নেতা ইউনুস মিয়া সদর থানা পুলিশের কাছে দিয়ে যায়। এব্যাপারে সদর থানার ডিউটি অফিসার আবু নাইম জানান বর্তমানে শিশুটি থানা হেফাজতে রয়েছে। পরিবারের লোকজনের নিকট খবর পাঠানো হয়েছে।
Leave a Reply