,

মেয়র পদে ৫ জন, কাউন্সিলর ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

আলী হাছান লিটন/মতিউর রহমান মুন্না ॥ ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের মনোনিত ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশপাশি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীগনও মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উপজেলা নির্বাচন কমিশনে দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন ৩ বারের নির্বাচিত বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিএনপির মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ছাবির আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট কবি গীতিকার জাহাঙ্গীর আলম রানা এবং লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী। নবীগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও উপজেলা পরিষদের মহিলা সদস্য জাকিয়া আক্তার লাকি, ফারজানা আক্তার পারুল। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর যুতিকা রাণী দাশ, রোকেয়া বেগম, পূর্নিমা রাণী দাশ, সামারুন বেগম। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের শেলি বেগম, সৈয়দা নাসিমা বেগম, ফুলন দাশ। কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ জাকির হোসেন, মোঃ জয়নাল আবেদিন। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ সুন্দর আলী, মোঃ হাফেজ নিয়ামুল হক, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল মিয়া, মাহবুবুর রহমান ও আঃ হাদি। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, সাবেক কমিশনার মোঃ আব্দুস সালাম ও জাপা নেতা মোঃ নুর মিয়া। ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, আওয়ামীলীগ নেতা প্রানেশ চন্দ্র দেব, শফিকুল ইসলাম, মুক্তার হোসেন, সায়র কুমার দাশ। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটি এম সালাম, লুৎফর রহমান মাখন, ইছমত আলী ও আছমা বেগম। ৬নং ওয়ার্ডে নুরুল গনি চৌধুরী সোহেল, জায়েদ চৌধুরী, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, শেখ আবুল কাশেম, মিজানুর রহমান চৌধুরী মিতু, জয়নাল আবেদিন, আজিল মিয়া চৌধুরী, আঃ আহাদ চৌধুরী, রথীন্দ্র মালাকার। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রুহুল আমিন রফু, মোঃ কবির মিয়া। ৮নং ওয়ার্ডে সাবেক কমিশনার বাবুল চন্দ্র দাশ, তপন জ্যোতি দে, আলমগীর হোসেন চৌধুরী, সন্তোষ দাশ। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, শেখ শাহনুর আলম ছানু, ফজল আহমদ চৌধুরী, মোঃ নকুল মিয়া তালুকদার, মোঃ নিল খাঁ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু সাঈম সকল প্রার্থীর মনোনয়নপত্র গ্রহন করেছেন। মনোনয়নপত্র দাখিলকালে আইনশৃংখলা বাহিনীর লোকজন মোতায়েন ছিল। উৎসব মূখড় পরিবেশ ও শান্তিপূর্ণভাবে নবীগঞ্জ পৌর সভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহনের কার্যক্রম সমাপ্ত হয়। আগামী ৬ ডিসেম্বর বাছাই এবং ১৩ ডিসেম্বর প্রত্যাহার ও ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.