,

১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালানো যাবে না

সময় ডেস্ক ॥ পৌরসভা নির্বাচনে ১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে কেউ কোনো প্রচারণা চালাতে পারবেন না। গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর ওই দিন থেকেই প্রতিটি পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। বৈঠক ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে। এ কারণে যারা দলীয়ভাবে নির্বাচন করছেন, তাদের প্রতীক রয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এখনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের আগামী ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীদের মধ্যে যাতে বৈষম্য না হয়, এজন্য ওই সময়ের আগে প্রতীক নিয়ে অন্যদের প্রচারণা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে বুধবার থেকে প্রতীক ছাড়া পথসভা, ঘরোয়া সভা, জনসংযোগে বাধা নেই বলে জানান ইসি সচিব। তিনি আরও জানান, প্রার্থীরা আচরণবিধি মানছেন কিনা, তা দেখার জন্য ১৪ ডিসেম্বর থেকে প্রতিটি পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবেন। প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা আজ শুরু হলেও প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.