মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ শহরের শেরপুর সড়কে সুয়েব ইলেকট্রনিক্স দোকানে গত বুধবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের সাটারের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুত্রে জানাযায়, শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সৈয়দ সিরাজুল ইসলামের মালিকানাধীন সুয়েব ইলেকট্রনিক্সের দোকানে ওই রাতের কোন এক সময় চুরেরা কৌশলে সাটারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ৩০টি এলইডি কালার টিভি, ২টা ট্যাব, বিভিন্ন কোম্পানির প্রায় ১৫টি দামী মোবাইল ফোন, চেক বই ও অন্যান্য মালামালসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে সাটারের তালা ভাঙ্গা দেখে হতবম্ব হয়ে পড়েন।
Leave a Reply