চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাঁও গ্রামের মাখন মিয়ার পুত্র ফারুক মিয়া (৪০) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, রবিবার রাত ৮টার দিকে দেওলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে সিআর ২৩৭৮/৬ এর মামলার পলাতক ওয়ারেন্টের আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার এএসআই আল মাছের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানকালে পলাতক ওয়ারেন্টের আসামী ফারুক মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
Leave a Reply