March 25, 2025, 12:11 pm

ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমপি মুনিম চৌধুরী বাবু- বাহুবল উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হবে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সদ্য নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে জাতীয় সংসদের বাহুবল-নবীগঞ্জ নির্বাচনী এলাকার এমপি এমএ মুনিম চৌধুরী বাবু বলেছেন- প্রধানমন্ত্রীর নির্বাচনী ওয়াদা প্রতিটি উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তর করা। তারই অংশ হিসেবে বাহুবল উপজেলা সদরকে পৌরসভায় উন্নিত করার সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে যাব। কারণ বাহুবল এখন আগের চেয়ে অনেক দূর এগিয়েছে। বাহুবল নবীগঞ্জ এলাকার উন্নয়ন কিভাবে হবে সেটা আমি দেখবো। আমার নৈতিক দায়িত্ব যথাযথই পালন করে যাব। আমি যখনই সুযোগ পাই তখনই সংসদে বাহুবল ও নবীগঞ্জের উন্নয়নের কথা বলি। এমপি বাবু আরো বলেন- বাহুবল বাজারে এখনো গণশৌচাগার কাঙ্খিত মানে গড়ে উঠেনি। আমি বাজারের ব্যবসায়ী ও আগত জনগণের সুবিধার্থে উন্নতমানের গণশৌচাগার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করে দেব। তিনি গতকাল বাহুবলে একটি কমিউনিটি সেন্টারে নবনির্বাচিত ব্যবসায়ী নেতাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সিরাজ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও এমএ মজিদ তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, ওসি তদন্ত আব্দুর রহমান, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, বাহুবল সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামায়ুন কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি এমএ জলিল তালুকদার। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী আনসারী, আব্দুল কাদির আব্দাল, মাওলানা আজিজুর রহমান মানিক, জমির হোসেন মাস্টার, সাবেক মেম্বার মকছুদ মিয়া, তরুণলীগ নেতা আয়াত আলী, জুনেদ আহমদ, সৈয়দ মিয়া, সৈয়দ এনাম, সৈয়দ আনোয়ার প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.