,

বনিয়াচঙ্গে জমি দখল নিয়ে সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত ২৫

আব্দুল হামিদ ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের মাখনিয়া গ্রামে জমি দখল নিয়ে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলা ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত সুত্র জানায়, গ্রামের ওমর আলী মেম্বার ও আলী রহমানের সাথে একই গ্রামের আকবর মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয়পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় আকবর মিয়া, সাজেরা খাতুন, রেজা মিয়া, মজনু মিয়া, মোতাব্বির হোসেন, আলফু মিয়া, মোক্তাদির, রুহেল, এনামুল, মোজাম্মিল, সানু মিয়া, আনজব মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের আশংকা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.