,

শায়েস্তাগঞ্জে হোটেল কক্ষ থেকে প্রেমিক জুটি আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হোটেলের নির্জন কক্ষে রোম ভাড়া নিয়ে প্রেম করার সময় বেরসিক পুলিশের হাতে আটক হয়েছে কলেজ ছাত্রছাত্রী। এসময় হোটেল মালিককেও আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত হোটেল মালিককে অর্থদণ্ড প্রদান করেছেন। সেই সাথে উভয়পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাদেরকে বিয়ে দেয়া হয়। এ রসালো ঘটনাটি ঘটেছে শায়েস্থাগঞ্জ জংশন এলাকার হোটেল আল মদিনার একটি কক্ষে। পুলিশ সুত্রে জানা যায়, গত বিজয় দিবসের অনুষ্ঠানে বানিয়াচং উপজেলা সদরের উজানপাড়া গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র শচীন্দ্র কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রেদোয়ান আহমেদ রুবেলের (১৯) এর পরিচয় হয় হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের সরকারি বৃন্দাবন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানার (২২)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রবিবার দুইজন শায়েস্তাগঞ্জ জংশন এলাকার ওই হোটেলে যায় এবং হোটেল মালিককে ১ ঘন্টার জন্য ৩শ টাকা দিয়ে একটি রুম ভাড়া নেয়। ২শ টাকা জমা দেয়ার পর কথা হয় যাবার সময় ১শ টাকা দিবে। কিছুক্ষণ পর রেদোয়ান হোটেল মালিককে নাস্তা আনার জন্য বলে। হোটেল বয় পানাহার থেকে নাস্তা আনতে গেলে পুলিশ হোটেল বয়ের কাছে নাস্তার বিষয়টি জানতে চায়। এতে সে প্রেমিক জুটির জন্য নাস্তা নিয়ে যাচ্ছে বললে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বামী-স্ত্রী পরিচয় দেয়। কিন্তু স্বামী-স্ত্রীর কোন কাগজপত্র দেখাতে না পারায় দুপুর ১টায় পুলিশ হোটেল মালিক সমুজ আলীসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে হোটেল রেজিষ্ট্রারে তাদের নাম লিপিবদ্ধ করেনি সে। পরে বিকালে তাদেরকে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আশফাকুর রহমান চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে হোটেল মালিক সমুজ আলী (৭০) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রেমিক জুটির অভিভাবকদেরকে খবর দিয়ে আদালতে হাজির করা হয়। রাত ৮টায় ৪ লাখ টাকা দেনমোহর, ২ ভরি স্বর্ণ ও বিয়ের বাজার বাবদ ৫০ হাজার টাকা ধার্য্য করে তাদের বিয়ে দেয়া হয়। এব্যাপারে এসআই ছামিউল জানান, জরিমানা ও বিয়ে হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.