,

নবীগঞ্জ-বাহুবলে গ্যাসের দাবীতে জাতীয় সংসদে বক্তব্য রাখেন ॥ এমপি মুনিম চৌধুরী বাবু

স্টাফ রিপোর্টার ॥ গতকাল জাতীয় সংসদে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবলের এমপি গ্যাসের দাবীতে জরুরী জনগুরুত্বপূর্ন ৭১ বিধি মনোযোগ আর্কষন করে বক্তব্য রাখেন। তিনি মাননীয় স্পিকারের মাধ্যমে গ্যাস সংযোগ প্রদান প্রসঙ্গেঁ বলেন, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-১, একদিকে পাহাড় অন্য দিকে হাওড় বেষ্টিত এক অপরুপ সৌন্দর্য্যরে লীলাভূমি। ঢাকা-সিলেট মহাসড়ক ও আমার নির্বাচনী এলাকার মধ্যে দিয়ে অতিক্রম করেছে। দেশের অন্যতম বিবিয়ানা গ্যাস ফিল্ড এখানে অবস্থিত এখান থেকে উত্তোলিত গ্যাস বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়। অথচ তাদের বুক দিয়ে এই গ্যাস উত্তোলিত করা হচ্ছে। আমার নবীগঞ্জ-বাহুবলের জনগণ এই গ্যাস ব্যবহারের সুযোগ পাচ্ছে না। তাদের হৃদয়ের রক্তক্ষরনের বহিঃপ্রকাশ বিভিন্ন মিছিল এবং মিটিং এর মাধ্যমে প্রকাশ করছে এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তা প্রকাশিত হচ্ছে। তারা অত্র এলাকার গ্যাস সংযোগের প্রতিনিয়ত দাবী জানিয়ে আসছে এবং জন সাধারণের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। স্বাভাবিক ভাবেই যে কোন এলাকায় প্রাকৃতিক সম্পদের উৎস বা শিল্পায়নের সম্ভাবনা তৈরি হলে আশে-পাশের জনগণের মধ্যে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়। তাই আমার নির্বাচনি এলাকার জনগন বিবিয়ানা গ্যাস ক্ষেত্র তাদের প্রাণের সম্পদ মনে করে এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। অত্র এলাকায় গ্যাস সংযোগ প্রদান করা হলে জনগণ বিশেষ ভাবে উপকৃত হবে। পাশাপাশি মানুষের জ্বালানির চাহিদা মিটানোর জন্য মন উজার করার প্রবনতাও রাস পাবে। এলাকায় গ্যাস সংযোগ নিশ্চিত করা হলে পর্যটন শিল্পসহ নানা ধরণের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। তাই জনগণের চাপা ক্ষোভ ও অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে অত্র এলাকায় গ্যাস প্রদান করা দরকার। বিষয়টি জরুরী জন গুরুত্বপূর্ন বিধায় আমি মাননীয় বিদুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকৃষন করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.