স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের বড় বোন ও ঢাকাস্থ বানিয়াচং সমিতির সাবেক সভাপতি প্রয়াত শাহ ফয়েজুর রহমানের স্ত্রী এবং ডাক্তার শাহ হাবিবুর রহমান টিপুর মাতা রাবেয়া রহমান আর নেই। তিনি গত রবিবার দিবাগত ভোররাত ৫ টা ১০ মিনিটে ঢাকাস্থ দি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না……রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি ২ পুত্র ডাক্তার শাহ হাবিবুর রহমান টিপু ও ইঞ্জিনিয়ার হামিদুর রহমান নিপু এবং শাম্মী আক্তার নামে ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। গতকাল সোমবার মরহুমার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামে বাদ আছর জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এদিকে, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের বড় বোন রাবেয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে দৈনিক হবিগঞ্জ সমাচার পরিবার। মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ গভীর ভাবে শোকাহত সমাচার পরিবার।
Leave a Reply