,

আজমিরীগঞ্জে গৃহবধুকে ধর্ষন করেছে লম্পট দুলা ভাই ও ভন্ড কবিরাজ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জ্বীন ছাড়ানোর কথা বলে এক গৃহবধুকে ধর্ষণ করেছে লম্পট দুলা ভাই ও ভন্ড কবিরাজ। অসুস্থ অবস্থায় ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে গৃহবধু রহিমার ভাই ফজলু মিয়া জানান, ৫বছর আগে তার বোনকে বিয়ে দেয়া হয় অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক আলীর সাথে। এক পর্যায়ে তাদের কোলজুড়ে দুইটি সন্তান জন্ম গ্রহণ করে। অভাব অনটনের কারণে সিদ্দিক রহিমাকে রেখে বিদেশ চলে যায়। সম্প্রতি রহিমা অসুস্থ হয়ে পড়লে তাকে জলসুখা পিত্রালয়ে নিয়ে আসা হয়। বিভিন্ন ডাক্তার, কবিরাজ দেখিয়ে রোগ না সারায় তাকে জ্বীনে ভর করেছে খবর ছড়ানো হয়। গত বুধবার রহিমার চাচাতো বোন শাহানা জানায়, তাদের বাড়িতে এক কবিরাজ এসেছে। যে জ্বীন ছাড়াতে পারে। এ কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। বুধবার গভীররাতে জ্বীন ছাড়ানো রহিমাকে বাড়ির পাশে একটি গাছের নিচে গিয়ে শাহানার স্বামী দুলা ভাই আবু সালেহ ও কবিরাজ সাজ্জাদ হোসেন ধর্ষণ করে। এক পর্যায়ে রহিমার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তার অবস্থা খারাপ হলে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। ঘটনার পর থেকে দ্ইু লম্পট আত্মগোপন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.