March 22, 2025, 6:00 pm

মোটরসাইকেলসহ নিখোঁজের ৬ দিন পর মাধবপুরে যুবকের লাশ উদ্ধার পরিবারে শোকের মাতম ॥

মাধবপুুর প্রতিনিধি ॥ মাধবপুরে মোটরসাইকেলসহ নিখোজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাকেরনগর এলাকা থেকে পুলিশ নিখোজ রমজান আলী (৩০)’র লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। নিখোজের ২দিন পর সম্ভাব্য সকলস্থানে খোজাখুজি করে খুজ না পাওয়ায় রমজান আলীর ছোট ভাই হুমায়ূনের আবিদনের প্রেক্ষিতে মাধবপুর থানায় ২৬ নভেম্বরে নিখোজের বিষয়ে সাধারণ ডায়রী করা হয় এবং দেশের বিভিন্ন থানায় বিষয়টি বার্তা প্রেরনের মাধ্যমে মাধবপুর থানার ওসি আব্দুল বাছেত পৌছে দেন। জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে রমজান মিয়া (৩০) মোটর সাইকেলে যাত্রীবহন করে পরিবার চালাত। প্রতিদিনের ন্যায় গত ২৪ নভেম্বর (২য় পৃষ্ঠায় দেখূন) সোমবার সারা দিন যাত্রী বহন করে সন্ধ্যায় জগদীশপুর তেমুনিয়ার মোড়ে যাত্রী বহনের জন্য অপেক্ষারত ছিল। সন্ধ্যার পর দুইজন অজ্ঞাতনামা যাত্রী এসে উপজেলার শাহজিবাজার দরগা গেইট এলাকায় যাওয়ার জন্য ভাড়া নির্ধারন করে। ভাড়া সাব্যস্থ হওয়ার পর রমজান তার মোটর সাইকেলে ওই অজ্ঞাত যাত্রীদের নিয়ে দরগা গেইটের উদ্দেশ্য রওয়ানা দিয়ে ফিরে না আসায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া য়ায়। আজ সকালে তার পচনধরা মরদেহটি উল্লেখিত স্থান থেকে উদ্ধার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.