সময় ডেস্ক ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেমস ফিনলে টি কোম্পানির বালিশিরা চা বাগানে ভাইয়ের হাতে সজিতা তাঁতী (৪০) নামের ব্যক্তি খুন হয়েছেন। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে বালিশিরা চা বাগানের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত চা শ্রমিক সজিতা তাঁতী বালিশিরা চা বাগানের মতিলাল তাঁতীর ছেলে। পুলিশ জানায়, সোমবার বিকালে জেমস ফিনলে টি কোম্পানি বালিশিরা চা বাগানের পারিবারিক কলহের জের ধরে অচিতা তাঁতী তার ভাই সজিতা তাঁতীর মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক রাজীব মন্ডল মুঠোফোনে জানান, লাশ উদ্ধার করে সন্ধ্যায় মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার সাথে জড়িত নিহতের ভাই পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে বলে এস.আই রাজীব জানান।
Leave a Reply