,

কিবরিয়া হত্যা মামলায় ফের চার্জশীট দাখিলের নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তৃতীয় দফা চার্জশিট গ্রহণকালে বিচারক দু’জন আসামির নাম সংশোধন করে আগামী ২১ ডিসেম্বর চতুর্থ দফায় ফের সম্পূরক চার্জশিট দাখিলের নিদের্শ দিয়েছেন। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় হবিগঞ্জ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক রোকেয়া বেগম এ নির্দেশ দেন। ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলায় তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল। নতুন ১১ জনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে তৃতীয় দফা সম্পূরক চার্জশিট দাখিল করেন তিনি। ওই প্রতিবেদনে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা হারিস চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছের নাম-ঠিকানায় ভুল থাকায় বিচারক তৃতীয় দফার চার্জশিট গ্রহণ না করে পুনরায় চার্জশিট দাখিলের নির্দেশ দেন। তবে আদালতে কোন আসামীকে কারাগার থেকে আনা হয়নি। এদিকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদালত পাড়ায় তাদের নেতৃবৃন্দকে চার্জশীট থেকে বাদ দেয়ার জন্য বিক্ষোভ করেন। এসময় আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বাদীপক্ষের আইনজীবী পিপি আকবর হোসেইন জিতু ও এডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে বৈদ্যের বাজার এলাকায় জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.