,

শিক্ষা প্রতিষ্ঠানে স্থগিত ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারি পূণরায় নিয়োগ

সময় ডেস্ক ॥ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থগিত নিয়োগ কার্যক্রম পূণরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রায় দুই হাজার ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগ দেয়া হবে। প্রায় দুই বছর আগে অনিয়মের অভিযোগে স্থগিত থাকার পর এ নিয়োগ প্রক্রিয়া পূণরায় চালু হতে যাচ্ছে। মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ চুড়ান্ত করা হবে। জানা গেছে, শিক্ষামন্ত্রণালয়ের অধিনস্থে ২০১০ সালে সারাদেশের সরকারি হাইস্কুল, কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেয় হয়। এ নিয়োগ নিয়ে একটি কুচক্রি মহল বাণিজ্য শুরু করেন। পরে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয় শিক্ষামন্ত্রণালয়ের অধিনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, দিনদিন কর্মচারী স্বল্পতা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দাপ্তরিক কাজে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। শ্রেণি কার্যক্রম কমিয়ে শিক্ষকরা এখন প্রয়োজনীয় দাপ্তরিক কাজ করছেন। নিয়োগ কমিটির আহবায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন)। সদস্য হিসেবে রয়েছে শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্মকমিশনের তিন কর্মকর্তা। আর নিয়োগ কমিটির সদস্য সচিব হলেন মাউশি’র উপপরিচালক (প্রশাসন) দায়িত্ব পায়। কিন্তু মাউশি কর্তৃপক্ষ ওই কমিটিকে পাস কাটিয়ে ওই কার্যক্রম যাচাই বাছাইয়ের নামে পৃথক কমিটি উপকমিটি গঠন করেছিল, যা সম্পূর্ণ অবৈধ হিসেবে প্রমাণিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কথিত ওই উপকমিটি বাতিল করে গত ১৮ নভেম্বর আদেশ জারি করেছে মাউশি। এতে স্বস্তি প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। শিক্ষা মন্ত্রণালয় গঠিত নিয়োগ কমিটির সদস্য সচিব ও মাউশি’র উপপরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিকী বলেন, নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে আমরা একাধিক সভা করেছি। নিয়োগ কার্যক্রম যে জায়গায় স্থগিত হয়েছিল, এখন সে স্থান থেকেই নতুন করে শুরু করা হয়েছে। নিয়োগ প্রত্যাশীদের আর লিখিত পরীক্ষায় বসতে হবে না। তিনি বলেন, চলতি মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.