প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জে ছনাও শংকর জ্যোতিমঠ ও মিশন প্রাঙ্গনে তিন দিন ব্যাপি শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞ সনাতন ধর্ম সম্মেলন ও সন্তু মহা সম্মেলনের উদ্বোধন হয়েছে। জানাযায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে ছনাও এলাকায় গতকাল বুধবার সকালে মঠ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে প্রায় শতাধিক রোগীদের বিনা মুল্যে চিকিৎসা দেওয়া হয়। শংকর জ্যোতি মঠ ও মিশন অধ্য শ্রীমৎ স্বামী রনজিতানন্দ গিরি মহারাজ ৩ দিন ব্যাপী অনুষ্টান মালার উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন মৌলভী বাজার শমসের নগর রোডের বি.এন.এস.বি চক্ষুু হাসপাতালের ডাঃ অঞ্জন রায় দেবনাথ, ডাঃ বাবুল বিশ্বাস, দেওয়ান রুহুল আমিন চৌধুরী ও ডাঃ আব্দুল ওয়াদুদ। আগামী ৫ ডিসেম্বর এ অনুষ্ঠান মালার সমাপ্তি ঘটবে। সমাপ্তি দিনে প্রধান অতিথি হিবেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, মৌলভীবাজার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুর কবীর, শ্যামলী পরিবহনের এমডি রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ সংবাদ সংস্থার চিফ রিপোর্টার মধুসুদন মন্ডল, হবিগঞ্জ প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, সিলেটের সমাজ সেবক আরকে ধর, রান্টু রায়, সুভাষ রায় প্রফেসর গোপাল রায়, ডাঃ মৃগেল দাস চৌধুরী, ঢাকা সমাজ দর্পণ কার্য নির্বাহী সম্পাদক বিমল চক্রবর্তী, ঢাকা বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির যুগ্ম সম্পাদক রতন কুমার ভৌমিক, মৌলভীবাজারের বাংলাদেশ পূজাউদযাপন পরিষদের সভাপতি মিহির কান্ত দেব (মিন্টু) হবিগঞ্জের সমাজ সেবক শংকর পাল। এতে সভাপতিত্ব করবেন শ্রীমৎ স্বামী রনজিতানন্দ গিরি মহারাজ অধ্যক্ষ শংকর জ্যোতি মঠ ও মিশন ছনাও।
Leave a Reply