চুনারুঘাট প্রতিনিধি ॥ পীরে তরীক্বত সৈয়দ সেলিম শাহ্’র জীবনের কিছু কথা। সৈয়দ শাহ্ মোঃ সেলিম উদ্দিন তিনি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের বড়াব্দা কালা মানিক শাহ্ (রহ:) দৌহিত্র। সৈয়দ কালা মানিক শাহ্ ওরফে কালা শাহ্, সৈয়দ কলিম শাহ্ ও কালা পিরানী’র পতি সৈয়দ সেলিম শাহ্ পীর। সেলিম শাহ্ পীরের নানা শাহ্ (৩য় পৃষ্ঠায় দেখুন) সৈয়দ ফেরাইশাহ্, দাদা শাহ্ সৈয়দ ছিদ্দিক আলী, বাবা শাহ্ সৈয়দ মধু শাহ্, মা শাহ্ সৈয়দা জমিলা খাতুন এর পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের পর বাল্যকাল থেকেই তিনি আধ্যাত্মিকতার দিকে মনোযোগী ছিলেন। সৈয়দ সেলিম শাহ্ পীর আধ্যাত্মিক সাধক কালা মানিক শাহ্ ওরফে কালা শাহ্ ও কলিম শাহ্’র ওয়ারিশান হিসাবে দীর্ঘদিন যাবত তরীক্বতের কাজ করে যাচ্ছেন। সৈয়দ সেলিম শাহ্ পীর আধ্যাত্মিকতার কাজ করতে বড়াব্দাসহ দেশের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে তুলেন। ওই আস্তানাগুলো থেকে তিনি তরীক্বার কাজ শুরু করেন। তাহার আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হয়ে অনেক মানুষই আজ তার কাছে বায়েত হয়ে তরীক্বার দিকে ধাবিত হচ্ছে। সৈয়দ সেলিম শাহ্ জানান, মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আল্লাহ ও তার রাসূল (স.) এর সন্তুষ্টি অর্জনে বিপদগামী মানুষকে তরীক্বতের তালিম দিয়ে যাবেন। সৈয়দ সেলিম শাহ্ ১২ বছর বয়সে সিলেটের খ্যাতমান পীর সৈয়দ শাহ্ আব্দুল জলিল ক্বারী সাহেবের নিকটে বায়েত গ্রহণ করে খেলাফত গ্রহণ করেন। খেলাফত গ্রহণের পর থেকে তিনি তরীক্বার কাজ শুরু করেন। বর্তমানে বড়াব্দাস্থ কালা মানিক শাহ্ ওরফে কালা শাহ্ এবং কলিম শাহ্’র দরবার শরীফের মোতাওয়াল্লী’র দায়িত্ব পালন করে যাচ্ছেন।
Leave a Reply