,

শায়েস্তাগঞ্জে অপহৃত শিশু আবির উদ্ধার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানার বড়চর গ্রাম থেকে আবির মিয়া নামের এক বছরের শিশুকে উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। শিশুটি উদ্ধার করে তার মায়ের কুলে ফিরিয়ে দিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শায়েস্তাগঞ্জ থানার এস আই মোঃ জুলহাস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বড়চর তালুগড়াই থেকে রফিকুল ইসলাম(৩২)এর বসত বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জানাযায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের পিতাঃ আঃ সত্তার মিয়ার মেয়ে মোছাঃ শরিফা খাতুন (১৯) শায়েস্তাগঞ্জ বড়চরের মৃতঃ আতাব আলী ছেলে রফিকুল ইসলাম সাথে বিয়ে হয় । বিয়ের পরে তাহাদের কুল জুড়ে আসে পুত্র সন্তান আবির । বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী রফিকুল ইসলাম প্রায় সময়ই নির্যাতন করত। ইতিপূর্বে এক বছরের শিশু পুত্র আবিরকে রেখে তাহার স্ত্রী শরিফা খাতুনকে বেরধরক মারপিট করে পিত্রালয়ে তাড়িয়ে দেয়। শরিফা খাতুন তার বুকের ধন আবিরকে পাওয়ার জন্য আদালতে মিস মোকদ্দমা নং ১৩১৮/১৪(চুনারুঘাট) ফৌঃকাঃবিঃ ১০০ ধারা মামলা দায়ের করে। আদালত শিশু পুত্রকে উদ্ধার করে তাহার মায়ের কুলে ফিরিয়ে দেওয়া নিদেশ দিলে পুলিশ আবিরকে উদ্ধার করে । রাতে শিশু আবির’কে পেয়ে গৃহবধু শরিফা খাতুন সন্তোষ প্রকাশ করেছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি শিশু আবিরকে দেখে তার ভাগ্য নিয়ে দুঃখ প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.