,

লাখাই ধর্মপ্রানদের প্রিয় ব্যক্তি উস্তাদুল উলামা আঃ রউফ আর নেই

লাখাই প্রতিনিধি ॥ সকলের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে চলে গেলেন লাখাইর সর্বস্তরের প্রিয় উস্তাদুল উলামা শায়কে বরুনী সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামীয়া মাদ্রাসার মোহতামিম ও সিংহ গ্রাম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রউফ (৮২)। গতকাল সকাল ৯.৪৫ মিনিটে উপজেলার সিংহগ্রামে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে সিংহগ্রাম সহ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মরহুমকে একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লি, ছাত্র/ছাত্রী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ধর্মবলম্বীরা এক নজর দেখার জন্য ছুটে যান মরহুমের বাড়িতে। এক পর্যায় আগত দর্শনার্থীদের ভীর সামলাতে না পেরে মরহুমের লাশ উনার র্দীঘদিনের কর্মক্ষেত্র সিংহ গ্রাম ইয়াসিনিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আছরের নামাজের পর সিংহ গ্রাম শাহী ঈদগাহ ময়দানে প্রায় ১২ সহস্রাদিক মুসল্লির উপস্থিতিতে নামাজে জানাজা শেষে মরহুমের ৪০ বছরের স্মৃতি বিজরিত মাদ্রাসা হেফজখানার পার্শ্বে দাফন করা হয়। জানাজায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে আগত আলেম উলাম অংশ নেন। মরহুম আব্দুর রউফ ওরফে বড় হুজুরের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করেন। প্রদত্ত শোক বানীতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শোক জ্ঞাপনকারীদের মধ্যে লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, সিংহ গ্রাম ইয়াসিনীয়া মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সিংহগ্রাম হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার সভাপতি নুরুল ইসলাম শাফি, রিপোরটার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে মহসিন সাদেক, পরিবেশ আন্দোলন মহি উদ্দিন রিপন, সাহিত্য পাঠাগার তাফাজ্জুল হক, সাংবাদিক আলমগীর হোসেন তালুকদার, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বাদশা মিয়া, সাধারন সম্পাদক জাকির হুসেন, সুশাসনের জন্য সুনাগরিক (সুজন) সভাপতি ঝন্টুলাল দাশ, জাতীয় ইমাম সমিতি লাখাই, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হবিগঞ্জ, আকাইদ সংরক্ষন পরিষদ লাখাই, আঞ্জুমানে হেফাজতে ইসলাম, থান বিএনপি সভাপতি এড. সালেহ আহম্মদ, সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকাদার আব্দাল, থানা জামাতের সভাপতি নুর উদ্দিন, জামাত নেতা এডঃ হাফ্জিুল ইসলাম। বাদ আছর মরহুমের একমাত্র সন্তান সহঃ শিক্ষক মাওঃ সুহায়েল আহম্মদের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যান্যদের মাঝে অংশ গ্রহন করেন হবিগঞ্জের উমেদ নগর টাইটেল মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওঃ তাফাজ্জুল হক, জে.কে এন্ড এইচ.কে.হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, চুনারুঘাট উপজেলা নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা সহঃ শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ। এদিকে উপজেলার প্রান কেন্দ্র স্থানীয় বুল্লা বাজারের ব্যবসায়ীগন মরহুমের প্রতিশ্রদ্ধা জানিয়ে দুপুর ১২.৩০ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত ব্যবসা প্রতিষ্টান বন্ধ রাখেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.