,

হবিগঞ্জের বিভিন্ন স্থানে রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নারী জাগরন ও নারী শিক্ষকার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবারও তার জন্ম দিবস পালন করা হয়েছে। আমাদের লাখাই প্রতিনিধি জানান, লাখাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা মিলনায়তনে গতকাল মঙ্গলকার দুপুর ১২ টায় জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী ভূমি কমিশনার সোহানা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী, উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি আয়েশা ছিদ্দিকা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফয়জুন্নেছা আক্তার। অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা সুপার ভাইজার আব্দুল ওয়াদুদ কোরআন তেলোয়াত করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ দ্বীন ইসলাম, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার মোঃ রেজাউল করিম, পজিব কর্মকর্তা সাজিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, চেয়ারম্যান নূরুজ্জামান মোল্লা ও দেবাশীষ আচার্য্য প্রমুখ। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আহাদা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে ফেরদৌস আক্তার, সফল জননী নারী প্রনতি রাণী দাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে জেসমিন বেগম, সমাজ উন্নয়নে রোশেনা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.