,

এমপি মুনিম চৌধুরী বাবু জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় নবীগঞ্জে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিশাল আনন্দ মিছিল

নুরুল আমিন পাঠান ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম.এ মুনিম চৌধুরী বাবু জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ শহরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দিন খান, যুগ্ম সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের। এর পূর্বে জাতীয় পার্টি অংঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাকির আহমদ। গিতা পাঠ করেন জাতীয় পার্টি নেতা অমর দাশ গুপ্ত। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান মিয়া, জাতীয় পার্টি নেতা মাষ্টার নজরুল ইসলাম, নুরুল হক তুহিন, শাহজাহান আহমদ, আলিফ উদ্দিন মেম্বার, আব্দুল কাইয়ুম, মোঃ আলা উদ্দিন, লুৎফুর রহমান, ক্বারী সালাম মিয়া, আব্দুল কদ্দুস খান, নুরুজ্জামান চৌধুরী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, নাজমুল খান, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক মির্জা হোসাইন আহমদ হামজা, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, প্রচার সম্পাদক আহমদ রেজা, যুবনেতা সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক পার্টির সাধারন সম্পাদক মাষ্টার শেখ মশির রাইয়ান, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ মতিন চৌধুরী, চৌধুরী এম.এম স্বপন, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ। এ সময় প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন দল থেকে এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে শতাধিক নেতা কর্মী জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.