চুনারুঘাট প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহৃত এক নারীকে চুনারুঘাটের পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে চুনারুঘাট থানার একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মিরাশী ইউনিয়নের চামলতলী থেকে জলি (৪২) কে উদ্ধার করা হয়। চামলতলী গ্রামের আঃ হক (৫০) এর নেতৃত্বে একদল ডাকাত কুষ্টিয়ার কুমারখালী এলাকা থেকে অপহরণ করে চুনারুঘাটের কালেঙ্গার পাহাড়ী এলাকার চামলতলীর আঃ হক এর গোপন আস্থানা থেকে অপহৃত জলিকে উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে জলিকে অপহরণকারী আঃ হক পলাতক রয়েছে। পরবর্তীতে জলিকে কুষ্টিয়া থানা পুলিশের হেফাজতে কুষ্টিয়া থানার জিম্মায় পাঠানো হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান। উল্লেখ্য যে, পুলিশ জানায় আঃ হক অপহরণকারী ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ পাওয়া গেছে।
Leave a Reply