,

হবিগঞ্জের আন্তজেলা ডাকাত দলের ৩ সর্দার চট্রগ্রামে আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আন্তজেলা ডাকাত দলের ৩ সর্দারকে হবিগঞ্জের পুলিশ চট্রগ্রাম থেকে আটক করেছে। হবিগঞ্জ ডিবি পুলিশের এস.আই সুদ্বিপ রায় ও লাখাই থানার এস.আই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার ভোরে চট্রগ্রাম ইপিজেড থানার ধুমপাড়া কলোনী থেকে তাদেরকে আটক করেন। আটকরা হল, সদর উপজেলার যমুনাবাদ গ্রামের কুখ্যাত ডাকাত ছুরত আলীর পুত্র জুয়েল মিয়া (৩০), (২য় পৃষ্ঠায় দেখুন) দরিয়াপুর গ্রামের উমর আলীর পুত্র ডাকাত সর্দার কুদরত আলী (৩৫) ও পশ্চিম চরহামুয়া গ্রামের আলী আহমেদের পুত্র শামীম মিয়া (৩০)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা অন্য দুই ডাকাত পালিয়ে যায়। তাদের নিকট থেকে লুন্টিত ৩টি মোবাইল ফোন, ৩টি শাড়ি, একটি টেপ রের্ক্ডার, দুইটি ডিজিটাল ক্যামেরাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তারা এতদিন চট্রগ্রামের আত্মগোপন করেছিল। আটককৃত ডাকাতরা জানায়, তারা ডাকাতি ছেড়ে দিয়ে ভাল হয়ে গেছে এবং চট্রগ্রামে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.