,

হবিগঞ্জ সুরবিতানের আয়োজনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সুরবিতানের আয়োজনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুরবিতান কার্যালয়ে ‘কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল ভট্টাচায্যের সভাপতিত্বে কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহুলা, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ টেকনিক্যল স্কুলের শিক্ষক সাহাবুদ্দিন, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সুরবিতানের শিক্ষক সৌরজ কান্তি, নৃত্য শিক্ষক গৌতম আচার্য্য প্রমুখ। কবিতা সন্ধ্যায় জেলা প্রশাসক সাবিনা আলম কবি ‘আবু জাফর ওবাদুল্লাহর কবিতা ‘আমি কিংবদন্তীর কথা বলছি/আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল/তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল আবৃত্তি করেন। জেলা প্রশাসকের কবিতা আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে। এ ছাড়া শিক্ষার্থীরা কবিতা আবৃত্তিতে অংশ নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.