জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার তরফ উচ্চ বিদ্যালয়ে ক্লাস রুমে প্রবেশ করে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসীরা। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। স্থগিত করা হয়েছে পাঠদান। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার তরফ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয় শাহ লিটন মিয়া নামের এক ছাত্র। এ ঘটনায় লিটন মিয়াকে কৃতকার্য করে দেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিল লিটন মিয়া ও তার লোকজন। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যদের অবহিত করেন। বিষয়টি জানতে পেরে লিটন ও তার চাচাতো ভাইয়েরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে গতকাল উল্লেখিত সময়ে লিটনকে কৃতকার্য করতে তার চাচাতো ভাই শাহ উস্তার ও শাহ রায়েল সহ একদল দূর্র্র্বৃত্তরা বিদ্যালয় চলাকালীন সময়ে ক্লাস রুমে প্রবেশ করে জোরপূর্বক লিটনকে কৃতকার্য করতে প্রধান শিক্ষককে হুমকি দেয়। এ সময় তিনি লিটনকে কৃতকার্য না করলে তারা উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমানের উপর হামলা চালায়। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এস আই পার্থ রঞ্জন করের নেতৃত্বে একদল পুলিশ হামলা কারীদের গ্রেফতার করতে ওই এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীরা। এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের উপর হামলার ঘটনায় বিদ্যালয়ে পাঠদান স্থগিত করে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পেলে হামলা কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply