/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ প্রচন্ড শীতে জেলার সর্বত্র ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব

,

প্রচন্ড শীতে জেলার সর্বত্র ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব

হবিগঞ্জ প্রতিনিধি ॥ গত ২ দিনের প্রচন্ড ঠান্ডায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগ বালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে শিশুসহ সব বয়সের প্রায় শতাধিক রোগী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এক নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডগুলো লোকজনে ঠাসা। তিল ধারণের ঠাই নেই। অনেকে দাড়িয়ে, কেউ কেউ জায়গা না পেয়ে বসে আছেন। কেউ বিছানা ছাড়াই মেঝেতে পড়ে রয়েছে। নার্স, ডাক্তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। চিকিৎসকরা জানান, ঠান্ডার কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এসময় তারা গরম কাপড় পড়ার পরামর্শ দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.