চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বন মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার বাসুল্লা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র রমজান আলী (৩০)। চুনারুঘাট থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাসুল্লা বাজার থেকে রমজান আলীকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
Leave a Reply