স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম পদোন্নতি পেয়ে উপ-সচিব হয়েছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়। মোঃ সফিউল আলম বিসিএস প্রশাসনের ২১তম ব্যাচের একজন কর্মকর্তা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা মোঃ সফিউল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজ-বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পরে হবিগঞ্জ কালেক্টরেটে এডিএম হিসাবে যোগদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। পদোন্নতি পাওয়ায় গতকাল কালেক্টরেট ভবনে সকলেই তাকে শুভেচ্ছা জানান। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Leave a Reply