,

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার জেলা শাখার সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার হবিগঞ্জ জেলা শাখার এক সভা গতকাল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জেলা সভাপতি ডাঃ কাজল নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি ডাঃ আজিজুর রহমান, আবু বকর চৌধুরী এহিয়া, এড. নজরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, পিণ্টু দাশ, ডাঃ শেখ রেজাউল করিম সজল, আইন বিষয়ক সম্পাদক মামুদ হাসান, মোঃ দরবেশ মিয়া, সুবাস চৌধুরী, রফিজ মিয়া, সৈয়দ টিপু সুলতান, মোঃ ফারুক মিয়া, মিরাশ উদ্দিন (সাবেক সার্জেন্ট), দিলারা হোসেন, সবুজ দেবী, ইমান আলী তালুকদার, ভূবন চন্দ্র দাশ, নিপু দাশ, রাজু লাল দাশ, শেখ সজিদ মিয়া, প্রনব দেব, মোঃ ফরহাদুজ্জামান মুহিত, বিষ্ণু পদ রায়, রবীন্দ্র দেবনাথ, সাজন মিয়া, আব্দুন নূর প্রমূখ। সভায় দ্রুততম সময়ের মধ্যে যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দকে নিয়ে প্রত্যেক উপজেলা কমিটি গঠন সম্পন্ন করে গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে সভায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.