,

আউশকান্দি বাজারের ৩টি দোকানে দুঃসাহসিক চুরি : ৬ লক্ষাধিক টাকার মালামাল খোয়া

মোহাম্মদ ছাদিকুল ইসলাম/মোঃ ছনি চৌধুরী ॥ আউশকান্দি বাজারের মা-শপিং সিটির ৩টি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। একের পর এক দুঃসাহসিক চুরি ঘটনায় ব্যবসায়ীরা চোর আতংকে ভুগছেন। এছাড়া একই রাতে আউশকান্দি মিরপুর পুরাতন রাস্তার সন্নিকটে এক টেলিকম ব্যবসায়ীকে বেধরক মারপিট করে মালামাল ও সহ নগদ টাকা নিয়ে যায়। এই ৩টি দোকানের চুরি যাওয়া মালামাল ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এতে আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারী সহ চোরদের গ্রেফতারে আকুল আবেদন জানাচ্ছে এলাকাবাসাী। জানাযায়, গত সোমবার দিবাগত গভীর রাতে আউশকান্দি হীরাগঞ্জ মাদ্রাসা পয়েন্টস্থ মা-শফিং সিটির পিছন দিকের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মা-শফিং সিটির নিচ তলায় অবস্থিত গাউসিয়া টেলিকম, পাশের ইমন বিশাল ফ্যাশন ও ২য় তলায় স্মার্ট চয়েজ এই তিনটি দোকানের সাটারের তালা ভেঁঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে গাউছিয়া টেলিকমের স্বত্বাীিকারী আলাউর রহমানের সাথে আলাপকালে তিনি বলেন, আমাকে নিঃস্ব করে দোকানের সব কিছু নিয়ে গেছে। নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে স্মার্ট চয়েজের মালিক আমির হোসের এর সাথে আলাপকালে তিনি বলেন, তালা ভেঁঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা সহ বিভিন্ন ধরনের কস্মেটিকের মালামাল সহ প্রায় ১ লক্ষাধিক টাকার নিয়ে যায়। একই মার্কেটের নিচ তলায় ইমন বিশাল ফ্যাশনের মালিক জামিল আহমদ বলেন, আমার ক্যাশের তালা ভেঁঙ্গে নগদটাকা সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরেরা নিয়ে যায়। এছাড়া ওই রাতে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর দিয়া ভেরাইটিজ স্টোর এর মালিক রুহুল আমিন রিপন গত সোমবার রাত অনুমান সাড়ে ১০টায় বাড়ি যাওয়ার পথে উলুকান্দি গ্রামের মসজিদ্ েপাশে যাওয়া মাত্রই একদল লোক পিছন থেকে রুহুল আমিনের মাথায় বাড়ি মারলে সে মাঠিতে লুটে পড়ে শোর-চিৎকার শুরু করে। তার আর্তচিৎকারে মসজিদের ইমাম মাইকে চুরির ঘটনার ঘোষণা দিলে চোরেরা দিক বেদিক পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া মালামাল ফেলে চলে যায়। গত কিছু দিন ধরে আউশকান্দি এলাকার গ্রামগঞ্জে চোর আতংকে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকেই। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরির ব্যাপারে আমি অবগত নই। ব্যাবসায়ীদের কাছ থেকে আমি কোন অভিযোগ পাইনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.