,

হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ১০ যুবক-যুবতী আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ১০ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ শহরের সিনেমা হল এলাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে তাদের আটক করে। আটককৃতরা হল, বরগুনা জেলার বেতাাগি থানার চরকালি গ্রামের মুখলেসুর রহমানের পুত্র সজিব খান (২৩) ও বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের মস্তু মিয়ার কন্যা নিছা চৌধুরী (২০), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মৃত মিন্টু মিয়ার পুত্র রাজু মিয়া (১৮), একই গ্রামের আতাবুর রহমানের কন্যা রুমা আক্তার (১৮), বাহুবল উপজেলার চকমন্ডল গ্রামের আফরোজ মিয়ার পুত্র মাইক্রোবাস চালক আলমগীর (২২), নেত্রকোনা জেলার শিবসাদপুর গ্রামের নেত্রকোনা সরকারি কলেজের ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী বাউল শিল্পী রুবি আক্তার (২০), শায়েস্তাগঞ্জের কলিমনগর গ্রামের মাহতাব আলীর পুত্র উজ্জল মিয়া (১৮) ও বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আলামিন মিয়ার কন্যা জুলহাস বেগম (২০), খাগড়াছড়ি জেলার মানিক ছড়ি উপজেলার কদ্দুছ মিয়ার পুত্র ফরহাদ মিযা (২৭), চুনারুঘাট উপজেলার ছনাউ গ্রামের আব্দুল গনির কন্যা আঙ্গুরা বেগম (২৮) ও শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের হোটেল ম্যানেজার তাউছ মিয়া (৪৫)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.