,

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন : ৩ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল : বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ডাঃ মুশফিক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। গতকাল শনিবার যাচাই বাচাইয়ের ১ম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। চেয়ারম্যান পদে এনামূল হক মোশাহিদ, হাফিজুর রহমান ও গণফোরামের মনমোহন দেব নাথের মনোনয়ন বাতিল হয়। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে তাদের আপিল বৈধ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে চেয়ারম্যান পদে। আর তা না হলে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে আর কোন বাধা থাকবে না। বাতিল হওয়া অন্যান্যরা হলেন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২নং ওয়ার্ডে দিলারা হোসেন ও রোকেয়া খাতুন রুকুর মনোনয়ন বাতিল হয়। চেয়ারম্যান পদে একমাত্র আওয়ামী লীগ প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী রয়েছেন। বাছাইকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আনোয়ার হোসেন, মোঃ আপন মিয়া, ফয়ছল মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত আসনের সদস্য সদস্যগণ। উল্লেখ্য, জেলা পরিয়দ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৯১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোও শুরু করেছেন। হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা আলম মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.