,

চুনারুঘাটে যৌতুকের জন্য স্বামীর নির্যাতনে গৃহবধূ গুরতর আহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যৌতুক দিতে না পারায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূ গুরতর আহত হয়। আহত সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামের আব্দুল সাত্তারে কন্যা তাহেরা আক্তার লাকির (২৬) প্রায় ৫ বছর পূর্বে বিয়ে হয় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুদিয়াখলা গ্রামের আঃ রহিমের পুত্র মোস্তাক আহমেদ সুহেলের সাথে। বিয়ের পরে সুহেল বিদেশ দু’বছর থাকার পর বাড়িতে ফিরে এসে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করলে শুররবাড়ীর লোকজন মেয়ের কথা বিবেচান করে ১ লক্ষ ৪০ হাজার টাকা সুহেলকে দেয়। সে ঐ টাকা দিয়ে একটি সিএনজি ক্রয় করে বিদেশ না গিয়ে নিজেই চালিয়ে আসছে। এভাবেই চলছিল লাকি ও সুহেলের সংসার। কিন্তু কিছু দিন যেতে না যেতে সুহেল আবারও যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে বেশ কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন আহত তাহেরা আক্তার লাকি জানায়, শুক্রবার রাতে এক লাখ টাকা যৌতুক দিতে তাকে চায় প্রয়োগ করে সে অস্বীকৃতি জানায়। পরে রাতে ও গতকাল শনিবার সকালে সুয়েল তাকে শারিরিকভাবে নির্যাতন করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে তার পিতা আঃ সাত্তার ও তার ভাই কাউছার মিয়া শশুরবাড়ী থেকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্য দিকে যৌতুকের জন্য নির্যাতিত লাকিকে দেখতে হাসপাতালে যান উপজেলা মানবধীকারের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সহ-সভাপতি মোঃ হাছান আলী ও সাধারণ সম্পাদক কাজী মাহমুুদুল হক সুজন। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.