শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ লস্করপুরে এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে তুলেছে বালুর ব্যবসা। সড়কের দু’পার্শ্বে অবৈধভাবে স্তুপ করে বালু রাখায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই এলাকার এক শ্রেণীর বালু ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে মহাল থেকে বালু তুলে এনে মহাসড়কের দুপাশে স্তুপ করে রাখে। পরে এসব বালি বিক্রি করার জন্য রাস্তার পাশে বড় বড় ট্রাক দাড়ঁ করিয়ে বালি লোড করে থাকে। ফলে রাস্তায় যান চলাচলের পাশাপাশি পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এতে করে সাধারন গ্রামবাসীরা পড়ছেন চরম দূর্ভোগে। এই দূর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া ও যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। লস্করপুর থেকে শায়েস্তাগঞ্জ পুরানবাজার যাওয়ার একমাত্র রাস্তা এটি জনগুরুত্বপুর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ এর চলাফেরা এই রাস্তা দিয়ে। গ্রামের কিছু প্রভাবশালী লোক রাস্তার উপর বালু ফেলে ট্রাক ও ট্রাকটর দিয়ে রাস্তা বন্ধ করে গাড়ীগুলো লোড আনলোড করছে, খেটে খাওয়া রিক্সা চালকরা প্রতিনিয়ত পরছেন দূর্ঘটনায়। গ্রামের এক পথচারী বললেন কি করবো এদের বিরোদ্ধে প্রতিবাদ করার কারও সাহস নাই, কেউ কিছু বললে তার উপর চলবে নির্যাতন তাই ভয়ে কেউ প্রতিবাদ করেনা।তবে এই নিরবে দূর্ভোগ সহ্য করা গ্রামের মানুষ এথেকে রেহাই পেতে চায়। উল্লেখ্য, এসব বালির ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছে। বর্তমানে কোন ধরনের অভিযান না চালানোর ফলে রাস্তার দুপাশে স্তুপ করে বালি রাখায় আরাকান সড়ক ছোট হয়ে যাচ্ছে এতে যান চলাচলে ও সাধারণ পথচারীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় সড়ক দূর্ঘটনা ও যানজট দিন দিন আগের তুলনায় বহুগুন বৃদ্ধি পেয়েছে এসব স্থানে। এলাকাবাসী জানান, মহাসড়কের দুপাশে অবৈধ বালির ব্যবসা বন্ধ না হলে যে কোন মূর্হতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে, এ ব্যপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply