,

বানিয়াচঙ্গে ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে কলেজ ছাত্র আটক

জুয়েল চৌধুরী ॥ ফেইসবুকের আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে অভিজিৎ দাস (১৮) নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। ওই কলেজ ছাত্র বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা আশুতোষ দাসের পুত্র ও শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে অভিজিৎ তার ফেসবুক আইডিতে মুসলিম ধর্ম নিয়ে উস্কানিমুলক মন্তব্য ও ছবি পোষ্ট করে। এ বিষয়টি পুকড়া ইউনিয়নের আলেম সমাজের নজরে এলে তার শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসুচি পালন করে। গত কয়েকদিন ধরে এ নিয়ে পুকড়া ইউনিয়নে উত্তেজনা বিরাজ করলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সোমবার দুপুর আড়াইটার দিকে বানিয়াচং থানার একদল পুলিশ আব্দুল্লাহপুর গ্রামে অভিযান চালিয়ে অভিজিৎকে আটক করে। এ বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, আটক অভিজিৎ নাসিরনগরের ঘটনায় তার ব্যক্তিগত আইডি ব্যবহার করে উস্কানিমুলক মন্তব্য পোষ্ট করেছিল। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.