,

নবীগঞ্জের বোয়ালজুর গ্রাম থেকে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ক্রাইমজোন হিসাবে খ্যাত দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রাম থেকে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয় কালিগঞ্জের নিকটে জোয়ালভাঙ্গা হাওর থেকে লাশটি উদ্ধার করে। নিহত কিশোর শাহনাজ মিয়া (১৫) বোয়ালজুর গ্রামের কৃষক ইউনুস মিয়ার পুত্র। পূর্ব শক্রতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়েছে বলে দাবী করছেন পরিবারের লোকজন। এ ঘটনায় বোয়ালজুর গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন কর হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ক্রাইমজোন হিসাবে খ্যাত বোয়ালজুর গ্রামে দু’পক্ষের মধ্যে যুগ যুগ ধরে পূর্ব শক্রতার জের ধরে একের পর এক খুন, রাহাজানি, একাধিক হামলা মামলার ঘটনা ঘঠেছে। সম্প্রতি একটি হত্যা মামলায় ৫ আসামীর ফাঁসিসহ কয়েক জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। এদিকে, শাহনাজের মা ময়না বিবি জানান, গত রবিবার রাত ১০ টার দিকে তার ছেলে শাহনাজকে ফুটবল খেলার পোষ্টার লাগানোর জন্য ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম আহমদ লিজুসহ খেলার সহপাঠিরা। এরপর থেকে শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। সারারাত ব্যাপি শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেন। এক পর্যায়ে সোমবার সকাল ৭ টার দিকে খবর পাওয়া যায় স্থানীয় জোয়ালভাঙ্গা হাওরে পড়ে আছে শাহনাজের মৃত দেহ। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে প্রেরণ করে। ধারনা করা যাচ্ছে ঘাতকরা শাহনাজকে রাতের আধারে অন্য স্থানে গলা কেটে নির্মমভাবে হত্যা করে তাকে উল্লেখিত স্থানে ফেলে রাখে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল তৈরী করে মর্গে প্রেরন করেছি। তিনি বলেন, উপজেলার বোয়ালজুর গ্রামে পূর্ব বিরুধের জের ধরে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ১৮/১৯টি মামলা মোকদ্দমা চলে আসছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.