,

হবিগঞ্জে অবৈধ মবিল কারখানার সন্ধানলেবেল তৈরীর মেশিন ও অবৈধ মবিল তৈরীর সরঞ্জাম জব্দ ॥

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে অবৈধ মবিল কারখানার সন্ধান পেয়েছে সিআইডি পুলিশ। গতকাল বৃহষ্পতিবার সকালে শহরের উমেদনগর এলাকায় এ কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় কারখানা থেকে প্রায় ৫০০ ড্রাম মবিল, লেবেল তৈরীর মেশিন ও অবৈধ মবিল তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। হবিগঞ্জের সিআইডির এএসপি বসু দত্ত চাকমা জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা কামড়াপুর এমএ রব ব্রীজ এলাকায় সকালে অভিযান চালান। এ সময় নকল মবিল বিক্রিকালে আমির হোসেনকে আটক করেন। আমির হোসেন বানিয়াচং উপজেলার কুমড়া গ্রামের বাসিন্দা আমির হোসেনের পুত্র। তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই এলাকায় মবিল তৈরির কারখানায় অভিযান চালান। সেখান থেকে সাগর ইসলাম কাশেম নামে আরও একজনকে আটক করা হয়। কাসেম বানিয়াচং উপজেলার কাওরাকান্দি গ্রামের বাসিন্দা ছোট মিয়ার পুত্র। অভিযানে সুপার ফর্টি, টাইটানিক ফর্টি ও টোটাল নামের ৫৫০ ড্রাম মবিল উদ্ধার করা হয়। তবে এদের সাথে কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিআইডির এএসপি বসুদত্ত চাকমা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.