,

পুলিশসহ আহত ১০পুলিশের চেক পোস্টে রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক করায় হবিগঞ্জে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে পুলিশ সহ ১০ জন আহত হয়েছে। এ সময় পুলিশের দুটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে হামলা ও থানা ভাংচুর করা হয়। ইটপাটকেলও নিক্ষেপ করা হয়েছে থানায়। এতে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহত হয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই অরূপ কুমার চৌধুরী ও কনস্টেবল জাকির হোসেনসহ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে শহরের ২নং পুল এলাকায় এক ছাত্রলীগ কর্মীর একটি মোটরসাইলে আটক করে সদর থানা পুলিশ। এ নিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীর মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষে ছড়িয়ে পড়ে। সংঘষের সময় ছাত্রলীগ কর্মীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হবিগঞ্জ সদর সার্কেলের গাড়ি ও সদর থানা পুলিশের পিকআপ ভ্যানসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে উত্তেজিত কর্মীরা। এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভুইয়া জানান, পুলিশের চেক পোস্টের সময় রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল পুলিশ আটক করলে পুলিশের সাথে খারাপ আচরণ করে ছাত্রলীগ কর্মী। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতভাবে থানা প্রাঙ্গণে এসে থানায় হামলা ভাংচুর করেছে। তিনি জানান তাদের দুটি গাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়েছে এছাড়া এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম জানান, ছাত্রলীগের সাথে কোন সংঘর্ষ হয়নি। তবে শুনেছি কয়েকজন ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.