,

সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর প্রতিনিধি ॥ সায়হাম গ্র“পের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সেবা করার জন্যই রাজনীতি করি। দোয়া করবেন বাকী জীবনটা যাতে মানুষের সেবা করে যেতে পারি। যে কোন প্রাকৃতিক দূযোর্গে মানুষ হয়ে মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা করি। গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছি। আমি ও আমার পরিবার এলাকায় কর্মসংস্থা ও শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছি। এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি যাতে করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। তিনি গতকাল সোমবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সায়হাম গ্র“পের পক্ষ থেকে শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, কাউন্সিলর গোলাপ খাঁন, সুরঞ্জন পাল, আবুল বাশার, এমদাদুল হক ফেরদৌস, পৌর বিএনপির সহসভাপতি মশিউর রহমান বাদশা, বিএনপি নেতা মৌলদ মিয়া, পৌর যুবদলের সাধারন সম্পাদক বাবুল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক আল মামুন, জসিম শিকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, শ্রমিকদলের সাধারন সম্পাদক বাচ্চু মিয়া, তারেক পরিষদের যুগ্ম আহবায়ক রাজিব দেব রায় রাজুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.